নিরুপমা পুরস্কার (পত্রিকা)
ব্যানার্জির উপমাহীন কেশ-তৈল “নিরুপমার” সামান্য বিজ্ঞাপন উল্লেখে রচিত করুণ অথবা হাস্যরস প্রধান ক্ষুদ্র গল্প ও কবিতা রচনার জন্য এই পুরস্কার প্রদত্ত হইবে। নবীন সাহিত্যসেবিগণকে উৎসাহিত করাই আমাদের মুখ্য উদ্দেশ্য। রচনা সম্পূর্ণ মৌলিক ও সুরুচিসঙ্গত হওয়া আবশ্যক, কোনরূপ বিদেশী গল্পের অনুবাদ বা অন্য রচিত গল্পের চব্বিত-চর্ব্বণ না হয়। রচনা সাধারণ চিঠির কাগজের ১০।১২ পৃষ্ঠার অধিক না হয়। পরিষ্কার হস্তলিপি ও কাগজের এক পৃষ্ঠায় লেখা আবশ্যক।
নিরুপমা পুরস্কার, (আশ্বিন ১৩২৬)
নিরুপমা পুরস্কার পত্রিকা, বর্ষ:সংখ্যা সূচী # বর্ষ : সংখ্যা প্রকাশকাল রচনা # Entries