খাদ্য-উৎপাদন (পত্রিকা)
বাংলা দেশে সকল রকম বৃক্ষের অভাব বরাবরই আছে—কি ফলের কি জ্বালানী কাঠের, কি ঘর বাড়ী প্রস্তুত করবার কাঠের, কি তেলের ইত্যাদি; যুদ্ধের প্রয়োজনের জন্য সব রকম গাছই খুব বেশী কাটা হয়েছে এবং গাছের অভাব আরও বেড়েছে; সুতরাং আমাদের এ অভাব পূরণ করতেই হবে। স্বাস্থ্যের জন্য ফলের গাছ চাই; অপরাধজনক গোবরের অপচয় নিবারণের জন্য জ্বালানী কাঠের গাছ চাই; ঘর বাড়ী প্রস্তুতের জন্য উপযুক্ত কাঠের গাছ চাই; কেরোসিনের অভাব মেটাবার জন্য এবং তেল সম্বন্ধে স্বাবলম্বী হবার জন্য তেল দেয় এমন গাছ চাই; যুদ্ধের জন্য বাঁশের চাহিদাও খুব বেড়েছিল এবং বাঁশের ঝাড়ও অনেক কমে গেছে; অথচ সকলেই জানেন কত দিকে কত কাজের জন্য আমাদের বাঁশের প্রয়োজন কত বেশী; সুতরাং বাঁশের পরিমাণও আমাদের বাড়াতে হবে। এ সব দিকেই আমাদের দৃষ্টি দিতে হবে; নিজের অভাব নিজে পূরণ করতে হবে।
খাদ্য-উৎপাদন ৩:১৮ (জ্যৈষ্ঠ ১৩৫২), পৃ. ২
খাদ্য-উৎপাদন পত্রিকা, বর্ষ:সংখ্যা সূচী # বর্ষ : সংখ্যা প্রকাশকাল রচনা # Entries