কাশীবার্ত্তা প্রকাশিকা (পত্রিকা)
আমার দিগের কাশীবাৰ্ত্তা প্রকাশিকা পত্রিকা বারাণসীস্থ এবং অন্যোন্য দেশস্থ অনুমান শতাবধি মহানুভব মহাশয় গণের নিকট প্রেরণ করা গিয়াছিল, তন্মধ্যে প্রায় অনেকেই অনুগ্রহ পুরঃসর গ্রহণ করিয়াছেন, তাঁহার দিগের নিকট সম্পাদকের বিবিধ বিনয় পূর্ব্বক নিবেদন, এই যে, তাঁহারা অস্মদাদির ব্যয়, পরিশ্রম ও যত্নের প্রতি করুণ নেত্র নিক্ষেপ করিয়া যে রূপ উৎসাহ প্রদান ও বাধিত করিয়াছেন এইরূপ সৰ্ব্বদা দয়া প্রকাশ থাকিলে আমরা যাবজ্জীবন পরমোপকার স্বীকার করিব; এবং তাঁহারদিগের তুষ্টির জন্য পত্রিকার প্রতি দৃষ্টি রাখিয়া নানা বিধ সৎপ্রসঙ্গ প্রকাশ করিতে ত্রুটি করিবনা
কাশীদাস মিত্র, সম্পাদক
কাশীবার্ত্তা প্রকাশিকা, ১:২ (জুন, ১৮৫১)।
কাশীবার্ত্তা প্রকাশিকা পত্রিকা, বর্ষ:সংখ্যা সূচী # বর্ষ : সংখ্যা প্রকাশকাল রচনা # Entries