গ্রামবার্ত্তা প্রকাশিকা (পত্রিকা)
গ্রামবার্ত্তার বন্ধুবান্ধব, গ্রাহক এবং সংবাদদাতা ও পত্র প্রেরকগণের নিকট কৃতজ্ঞতা সহকারে প্রার্থনা
আমাদিগের গ্রামবার্ত্তা ১২৭০ সালের বৈশাখ মাসে ভূমিষ্ঠা হয়। নানা প্রকার বিঘ্ন বিপত্তি উত্তীর্ণ হইয়া ১২৭১ সাল অতিক্রম করিয়া ১২৭২ সালের আগমনে তৃতীয় বর্ষে পদার্পণ করিতেছে। অতএব ইহার বয়ঃক্রম তিন বৎসর গণনীয় হইতে চলিল। প্রাণাধিক প্রিয় পুত্রের বয়োবৃদ্ধি সহকারে জনকের মনে যেরূপ অনির্ব্বচনীয় আনন্দের উদয় হয়, অদ্য কেবল আমরাই সেইরূপ স্বাভাবিক আনন্দ অনুভব করিতেছি তাহা নহে, ইহার বন্ধু বান্ধব সম্বাদ দাতা ও পত্র প্রেরকেরাও বোধ হয় তদ্রূপ আনন্দ অনুভব করিবেন।
আমরা গ্রামবার্ত্তার বয়োবৃদ্ধি দেখিয়া একবার যেরূপ আনন্দানুভব করিতেছি, আবার ইহার দুর্ব্বলতা, ক্ষীণকলেবর নিরাশ্রয় অবস্থা দেখিয়া সেইরূপ ক্ষোভিত হইতেছি। গ্রাহক গণ গত বৎসর যেরূপ সস্নেহ নয়নে গ্রামবার্ত্তাকে নিরীক্ষণ করিয়াছেন, ভরসা করি, উপস্থিত বর্ষেও তদ্রূপ স্নেহ প্রকাশ করিয়া এই ক্ষুদ্র পত্রিকা খানিকে প্রতিপালন করিবেন।
গ্রামবার্ত্তা প্রকাশিকা, ৩:১ (বৈশাখ, ১২৭২), পৃ: ২।
গ্রামবার্ত্তা প্রকাশিকা পত্রিকা, বর্ষ:সংখ্যা সূচী # বর্ষ : সংখ্যা প্রকাশকাল রচনা # Entries