এডুকেশন গেজেট ও সাপ্তাহিক বার্ত্তাবহ (পত্রিকা)


  • Share
     

    যে সাহায্যপ্রাপ্ত সংবাদপত্রের কথা বলিতেছিলাম তাহা এডুকেশন গেজেট ও সাপ্তাহিক বার্ত্তাবহ। এখনও সেই সাহায্যে চলিতেছে, কিন্তু সে আকার নাই, সে প্রকার নাই। এখনকার দিনের মত নয়, অপেক্ষাকৃত বৃহৎ অক্ষরে ছাপা প্রথম খণ্ড প্রথম সংখ্যা এডুকেশন গেজেট প্রকাশিত হইল, আমার বেশ মনে পড়িতেছে। ওব্রাইনন্‌ স্মিথ স্বত্বাধিকারী ও সম্পাদক, কালিদাস মৈত্র সহ-সম্পাদক। তাঁহার দুই তিনজন আত্মীয় উলায় থাকিতেন, তাহারা হর্ষে গৌরবে, তাহা পাঠ করিতে লাগিলেন,—সকলে একটু ঠাণ্ডা হইলে আমি চুপি চুপি তাহা হইতে যাদব-মাধবের কথোপকথন পাঠ করিতে লাগিলাম। গেজেট কথাটা আমি তৎপূর্ব্বে শুনিয়াছিলাম। বাঙ্গালা গেজেট দেখিয়াও ছিলাম। এডুকেশন কথাটা তৎপূর্ব্বে আমার কাণে উঠে নাই। বাবাকে জিজ্ঞাসা করিলাম, “এই কথাটা কি?” বাবা বলিলেন, “ওটা ইংরাজি কথা-অর্থ শিক্ষা”। আমি বলিলাম “তবে শিক্ষা গেজেট বলিল না কেন ?” পিতা একটু হাস্য করিলেন। বোধ হয় শৈশবে আমার সমালোচনার প্রবৃত্তি দেখিয়া, তিনি হয়ত একটু আহ্লাদিত অথচ বিচলিত হইতেছিলেন। আমি পঞ্চাশ বৎসর কথাটা শুনিতেছি, কিন্তু শিক্ষা-বিভাগের মুখপত্রের নাম এডুকেশন গেজেট এ বিড়ম্বনা কণ্টক এখনও প্রাণে খচ করিয়া উঠে।

    ‘পিতা-পুত্র: ৺রায় গঙ্গাচরণ সরকার বাহাদুর ও শ্রী অক্ষয়চন্দ্র সরকার’, বঙ্গভাষার লেখক, সম্পাদক: হরিমোহন মুখোপাধ্যায়, ১৯২৪, পৃ:৪৯১।

     

    Share
     
     

    এডুকেশন গেজেট ও সাপ্তাহিক বার্ত্তাবহ পত্রিকা, বর্ষ:সংখ্যা সূচী
    #বর্ষ : সংখ্যাপ্রকাশকালরচনা
    #
    Entries