ছোলতান (পত্রিকা)
।।বিশেষ অনুরোধ।।
যে সকল দেশ হিতৈষী সমাজ বন্ধুগণের নামে এ সপ্তাহের ছোলতান নমুনা স্বরূপ প্রেরিত হইতেছে, তাঁহারা গ্রাহক হইতে ইচ্ছুক হইলে অনুগ্রহ পূৰ্ব্বক মূল্য পাঠাইবেন অথবা ভিঃ পিঃ যোগে মূল্য আদায়ের অনুমতি প্রদান করিবেন। ভিঃ পিঃ নিতে ২ আনা অধিক খরচ পড়িবে। গ্রাহক হওয়ার ইচ্ছা না থাকিলে মেহেরবানি করিয়া এক খণ্ড কার্ড লিখিয়া জানাইলে বাধিত হইব। যাহারা অনিচ্ছা জানাইবেন না তাঁহারা ছোলতানের গ্রাহক হইতে সম্মত আছেন মনে করিয়া আমরা তাহাদের নামে কাগজ ভিঃ পিঃ যোগে প্রেরণ করিব। আমাদের বিশ্বাস, দেশহিতৈষী সমাজ বন্ধুগণ কখনও জাতীয় পত্রিকার ভিঃ পিঃ ফেরৎ দিয়া আমাদিগকে ক্ষতিগ্রস্ত ও নিরুৎসাহ করিবেন না। সর্ব্বদাই আমরা তাঁহাদের নিকট জাতীয় কাজে ও দেশের সেবায় উৎসাহ লাভের প্রত্যাশা করি।
ম্যানেজার, ছোলতান ৪৭।১ নং মির্জ্জাপুর স্ট্রীট, কলিকাতা
ছোলতান [নব পর্য্যায়], ৮:৫ (২৫ জ্যৈষ্ঠ ১৩৩০), পৃ:৩।
ছোলতান পত্রিকা, বর্ষ:সংখ্যা সূচী # বর্ষ : সংখ্যা প্রকাশকাল রচনা # Entries