ভারতী (পত্রিকা)


  • Share
     

    বাঙ্গলার গত অর্দ্ধ শতাব্দীর সাহিত্য, সাহিত্যে প্রতিফলিত বাঙ্গালীর জীবন ও শ্রেষ্ঠ সাহিত্যিকগণের বিকাশের ইতিহাসের সহিত যাহার ইতিহাস জড়িত সেই মাসিকপত্র “ভারতী” বাঙ্গলার আদরের বস্তু। অবসাদগ্রস্ত শেষ সম্পাদকদ্বয় যখন অবসর গ্রহণোন্মুখ হইলেন, “ভারতী”র বীণা চিরকালের মত বাঙ্গলার গগনে নীরব হইবার সম্ভাবনা দেখা দিল, তখন পঞ্জাব হইতেই ইহার সঙ্গীত অক্ষুণ্ণ রাখিবার প্রেরণা অনুভব করিয়াছিলাম। দৈবগ্রহে, অনিবার্য্য কারণে গত বৎসর ইহা নিজের হাতে তুলিয়াই আবার অন্যের পরিচর্য্যায় সমর্পণ করিতে হইয়াছিল; তাঁহারা কতিপয় মাস বিশেষ যত্নে ইহার স্বর অটুট রাখিয়াছিলেন। সে জন্য আমার একান্ত ধন্যবাদের পাত্র। প্রতিকূল অবস্থার সহিত দ্বন্দ্বে পরাজিত হইয়া যে অবশেষে বসিয়া পড়েন, সেজন্য দোষ তাঁহাদের নহে, দোষ অবস্থার

    সরলা দেবী, ‘সম্পাদিকার নিবেদন’, ভারতী, ৪৮:১১-১২ (ফাল্গুন-চৈত্র,১৩৩১), পৃ: ৯৩৯।


    গ্রন্থা-সূত্র:

    সুনীল দাস, ভারতী: ইতিহাস ও রচনাপঞ্জী (কলকাতা: সাহিত্যলোক, ১৯৮৪)

     

    Share
     
     

    ভারতী পত্রিকা, বর্ষ:সংখ্যা সূচী
    #বর্ষ : সংখ্যাপ্রকাশকালরচনা
    #
    Entries