কাশীবার্ত্তা প্রকাশিকা । ‘চন্দ্রিকা’
21 Jan 2025
#digitaltextarchiveবাংলা Featured
নিশানা: বাংলা পত্রপত্রিকার ইতিহাস, গ্রন্থ পরিচয় ও সমালোচনা
কাশীবার্ত্তা প্রকাশিকা বারাণসী থেকে প্রকাশিত দ্বিতীয় বাংলা পত্রিকা; প্রথম বাংলা পত্রিকা বারাণসী চন্দ্রোদয় (১৮৪৯)। বারাণসী চন্দ্রোদয়ের সম্পাদক উমাকান্ত ভট্টাচার্য্য অন্য একটি নতুন পত্রিকা ভৈরব দণ্ড (১৮৪৯) সম্পাদনার কাজে ব্যস্ত হয়ে পড়লে, এক বছরের মধ্যে বারাণসী চন্দ্রোদয় বন্ধ হয়ে যায়। প্রবাসী বাঙালী সমাজের কথা ভেবে, বারাণসী চন্দ্রোদয়ের অভাব পূরণ করার জন্য কাশীদাস মিত্র শুরু করেন কাশীবার্ত্তা প্রকাশিকা (১৮৫১)। Lithography-তে মুদ্রিত কাশীবার্ত্তা ফিরিয়ে আনে প্রাচীন পুঁথি ও পাণ্ডুলিপির স্মৃতি। এই পত্রিকায় প্রকাশিত হয় আঞ্চলিক ও অন্যান্য প্রদেশের সংবাদ, সামাজিক আলোচনা ইত্যাদি।
প্রসঙ্গত উল্লেখযোগ্য কাশীবার্ত্তা প্রকাশিকা প্রাতিষ্ঠানিক নারী শিক্ষা সমর্থন করতেন না। শিক্ষায় আগ্রহী নারীদের বাড়িতে বাবা, ভাই বা স্বামীর তত্ত্বাবধানে ধর্ম শিক্ষা পাঠই উচিত বলে মনে করতেন কাশীদাস মিত্র। এই মতই তিনি কাশীবার্ত্তা প্রকাশিকার মাধ্যমে প্রচার করেছিলেন। প্রকল্পperiodicaldb website-এ তথ্যবিন্দু>নিশানা পাতায় কাশীবার্ত্তা ও অন্যান্য পত্রিকায় প্রকাশিত নারী শিক্ষা বিষয়ক রচনার হদিশ কালানুক্রমিক ভাবে পাওয়া যাবে।
প্রকল্পperiodicalDB-তে কাশীবার্ত্তা প্রকাশিকার প্রথম বছরের ১৫টি সংখ্যার উদ্ধৃতাংশ সহ রচনাসূচী প্রকাশিত হয়েছে। এই ১৫টি সংখ্যা প্রকাশকালীন তিনবার মুদ্রণ যন্ত্র, কার্যালয়ের ঠিকানা পরিবর্তন হয়েছে। গ্রাহক মূল্য সহ এই সব তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। ।।Number of Entries: 378।।
পত্রিকা ও গ্রন্থ প্রকাশনাকে কাশীদাস মিত্র সামাজিক কর্ত্তব্য বলে মনে করতেন। সমাচার চন্দ্রিকার তৎকালীন আর্থিক সমস্যাকে কেন্দ্র করে কাশীবার্ত্তা প্রকাশিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এই প্রতিবেদনটি সহ দুটি গ্রন্থ রচনার বিজ্ঞাপন কাশীবার্ত্তা প্রকাশিকা থেকে এই পাতায় পুনঃপ্রকাশিত হল। বিজ্ঞাপন দুটির কয়েকটি বিষয় নিয়ে কাশীদাস আপত্তিও জানিয়েছিলেন।
চন্দ্রিকা । কলিকাতা
কাশীবার্ত্তা প্রকাশিকা ১:১২ (৩০ কার্তিক, ১২৫৮), পৃ: ৯৯
নিশানা: বাংলা পত্রপত্রিকার ইতিহাস
আশ্চর্য্য ও পরিতাপের বিষয়, সমাচার চন্দ্রিকা নামক বহুকালের সংবাদ পত্র সম্পাদক ঋন জালে জড়ীভূত হইবাতে যন্ত্রালয় সংক্রান্ত সকল সম্পত্তি ইন্সালবেন্ট আদালতে সমর্পণ হইয়াছে, এতচ্ছ্রণে সর্ব্ব সাধারণ জনগণ ক্ষুব্ধ হইতে পারেন, উক্ত পত্রের জন্ম বৃত্তান্ত স্মরণ হইতেছে, ১৭৭৮ খ্রীষ্টাব্দাতে চার্লস উইলকিন্স সাহেব এ প্রদেশে আগমন পূর্ব্বক বাঙ্গালা অক্ষর স্বহস্তে খুদিয়া বঙ্গভাষায় ছাপা কর্ম্মের সূত্রপাত করিয়া ছিলেন এবং সিবিল সম্পর্কীয় হালহেড সাহেব, যিনি বঙ্গের ধারাদি বিশিষ্ট রূপে শিক্ষা করণাভিলাষে উদ্যোগী ছিলেন, তিনি কিয়দ্দিবসের মধ্যে বঙ্গ ভাষায় বিলক্ষণ সুপণ্ডিত হইয়া ব্যাকরণাদি পুস্তক রচনা পূর্ব্বক মুদ্রাযন্ত্রে অঙ্কিত করিয়া স্বজাতি লোকের সমীপে যশস্বী হইয়াছিলেন, ১৭৯৯ অব্দে ডাক্তর কেরি সাহেব শ্রীরামপুরে বসতি করিয়া উক্ত উইলকিন্স সাহেবের নিকট হইতে বাঙ্গালা ছাপা যন্ত্র অক্ষর ও অন্যান্য দ্রব্যাদি প্রাপ্ত হইয়া কার্য্য সঞ্চালন করত অদ্যাবধি সমাচার দর্পণ নামে পত্র বিখ্যাত আছে, ১৮১০ অব্দীয় সময়ে বিজ্ঞবর শ্রীযুত এচ.টি. কোল্বুরুক সাহেবের সহকারিতায় বারাণসীবাসী হিন্দুস্থানি বাবু রাম পণ্ডিত নামক এক ব্যক্তি ছাপা যন্ত্রের কার্য্য সৃজন করিয়া নানা বিধ সংস্কৃত গ্রন্থ ও ভাষা পুস্তক মুদ্রাঙ্কিত ও বিক্রয় করত অনেকার্থ উপার্জ্জন করিয়া ছিলেন, এতৎ সময়ে গঙ্গাকিশোর ভট্টাচার্য্য, যিনি শ্রীরামপুর যন্ত্রালয়ের পণ্ডিত ছিলেন, তিনি স্বয়ং এক মুদ্রাযন্ত্র স্থাপন করিয়া অনেক লভ্য করেন।
উপরোক্ত সমাচার দর্পণের প্রারম্ভে তৎসম্পাদক হিন্দু ধর্ম্মের প্রতি দোষারোপ করিবাতে ৺প্রাপ্ত রামমোহন রায় ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্রভৃতি কতিপয় মহাশয়েরা বিরক্ত হইয়া দর্পণের বিরুদ্ধাচারী এক পত্র সংবাদ কৌমুদী নামে প্রকটন করেন, পরস্পর লিপি বাদে নানা প্রকার ব্যঙ্গ বিদ্রূপ স্বীয় পত্রস্থ করিয়া প্রকাশ করিতে লাগিলেন, সেই কালে বাঙ্গালা সমাচার পত্রে ইতর ভাষা লেখনের প্রথাও সূত্রপাত হইয়া অদ্যপি প্রচলিত আছে, অনন্তর রায়জী সতি রীতি নিবারণের প্রস্তাব আপন ২।১ পত্রে লেখাতে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় হিন্দুধর্ম্মের গ্লানি হওন বিধায় আপন অংশ কৌমুদী হইতে উদ্ধৃত করিয়া সমাচার চন্দ্রিকা নামে এক সাপ্তাহিক সংবাদ পত্র স্বয়ং কলিকাতা নগরে প্রকাশ করত রামমোহন রায়ের হিন্দুধর্ম্ম ঘটিত দোষারোপ বাক্যের প্রত্যুত্তর লিখিতে২ ধর্ম্মসভা ও ব্রহ্মসভার উদ্ভব হইল৷
হা! এমত পুরাতন পত্র ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের পুত্র রক্ষা করিতে অক্ষম হইলেন, শুনিবামাত্র লোক নেত্র জলে পরিপূরিত হইবেন তাহার সন্দেহ নাই।
বঙ্গীয় ভাষায় প্রবন্ধ রচনা | ৫০ টাকা পারিতোষিক
কাশীবার্ত্তা প্রকাশিকা ১:১৩ (১৫ অগ্রহায়ণ, ১২৫৮), পৃ: ১০৭
নিশানা: গ্রন্থ পরিচয় ও সমালোচনা, বিজ্ঞাপন
এই বিজ্ঞপ্তি পত্র দ্বারা সর্ব্ব সাধারণ কৃতবিদ্য মহোদয়গণকে বিজ্ঞাত করা যাইতেছে, যিনি পতিব্রতাখ্যান ইত্যভিধেয় এক প্রবন্ধ রচনা করিয়া রচকগণ মধ্যে সর্ব্বোৎকৃষ্টতা দর্শাইতে পারিবেন তাহাকে সংকল্পিত ৫০ টাকা পারিতোষিক প্রদান করা যাইবেক, স্ত্রীজাতি স্বপতির মতাবলস্বিনী হইয়া দেহযাত্রা নির্ব্বাহ করণে দম্পতী প্রীতি বর্দ্ধন হওত সৃষ্টি প্রবাহের প্রতি প্রতিবন্ধকতা ছেদন পূৰ্ব্বক কি নিগূঢ় ইষ্ট ফলোৎপত্তি হইতে পারে? তদন্যথাতেই বা কি অনিষ্টতা অথবা শান্তির ব্যাঘাত জন্মে? বিবিধ প্রমাণ ও বিহিত সংযুক্তির দ্বারা প্রবন্ধ মধ্যে ইহাই প্রতিপন্ন করা প্রশ্ন কর্ত্তার মূলাভিপ্রেত। রচক মহাশয়েরা আগত আষাঢ় মাস শেষ না হইতে স্বস্ব রচিত প্রবন্ধ রীতিমত প্রেরণ করিবেন।
রঙ্গপুর । ৬ কার্ত্তিক, ১২৫৮
শ্রীকালীচন্দ্র রায় চৌধুরী
জমীদার
গৌড়ীয় ভাষায় প্রবন্ধ রচনা । ৫০ টাকা পারিতোষিক
কাশীবার্ত্তা প্রকাশিকা ১:১৩ (১৫ অগ্রহায়ণ, ১২৫৮), পৃ: ১০৭
নিশানা: গ্রন্থ পরিচয় ও সমালোচনা, বিজ্ঞাপন
এই বিজ্ঞাপন পত্র দ্বারা সর্ব্ব সাধারণ কৃতবিদ্য মহানুভবগণকে বিজ্ঞাত করা যাইতেছে যিনি ভারতবর্ষীয় কবিগণের পুরাবৃত্ত (শেকস্ পিয়ারের জীবনচরিতের ন্যায়) রচনা করিয়া সৰ্ব্বোৎকৃষ্টতা দর্শাইতে পারিবেন তাঁহাকে স্বীকৃত ৫০ পঞ্চাশ টাকা প্রদান করা যাইবেক রচক মহাশয়েরা স্বস্ব রচিত আগত আশ্বিন মাস অবসন্ন না হইতে রঙ্গপুর বার্ত্তাবহ সম্পাদক মহাশয়ের নিকট যথা রীতিক্রমে প্রেরণ করিবেন।
শ্রীতারকচন্দ্র শর্ম্ম চূড়ামণি
রঙ্গপুর । ১৬ কার্ত্তিক, ১২৫৮
(কাশীবার্ত্তা সম্পাদক কাশীদাস মিত্রের আপত্তি ও পরামর্শ)
কাশীবার্ত্তা প্রকাশিকা ১:১৩ (১৫ অগ্রহায়ণ, ১২৫৮), পৃ: ১০৭-১০৮
নিশানা: গ্রন্থ পরিচয় ও সমালোচনা, বিজ্ঞাপন
বিজ্ঞাপন পত্র প্রকাশক মহাশয়েরা উত্তম মানস প্রকাশ করিয়াছেন, যাহাতে অগণ্য ধন্যবাদ দেওয়া যাইতে পারে, কিন্তু এত বৃহৎ কর্মের অনুদানে পারিতোষিক কেহল ৫০ পঞ্চাশ মুদ্রা স্থির করিয়াছেন, যাহা অতি ন্যূন কল্প বলিতে হইবে, কারণ সংগ্রহ কর্ত্তার অনুসন্ধান ও রচকের পরিশ্রম কি পর্য্যন্ত ক্রয়নীয় তাহার মর্ম্ম অনুভব করিতে পারেন নাই, বিশেষতঃ জ্ঞাপন করেন যে সর্ব্বোৎকৃষ্টতা যিনি দর্শাইতে পারিবেন তাহাকে পারিতোষিক প্রদান করা যাইবেক, এমত উক্তি অনুসারে উপলব্ধি হইতেছে অপর রচকেরদের শ্রম সাকল্য বিনামূল্যে ক্রয় করিবেন, যাহা হউক পঞ্চাশতের দক্ষিণাংশে আর একটি শূন্য পাত করিয়া একজন রচকের প্রতি ভারার্পণ করিলে সঙ্কল্প সিদ্ধি করিতে পারেন।
প্রকল্পperiodicalDB-র অন্যান্য পত্রিকা সংগ্রহ
প্রকল্পperiodicalDB-তে প্রতিমাসে বিভিন্ন বাংলা পত্রিকার রচনাসূচী সংযোজিত হচ্ছে। এই website-এর মাসিক subscription মূল্য দিনপ্রতি ₹৫ হিসাবে ₹১৫০
গ্রন্থ পরিচয় ও সমালোচনা বাংলা পত্রপত্রিকার ইতিহাস বিজ্ঞাপন