'হুগলি নর্মাল বিদ্যালয়ের নিয়মাবলী'


  • 01 Sep 2024

    প্রকল্পperiodicalDB চয়ন 

    %e0%a6%b9%e0%a7%81%e0%a6%97%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87
    Share
     

    শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্রিটিশ ভারতে নর্মাল বিদ্যালয় শুরু হয়। প্রশিক্ষণের সময় কিছু ছাত্র বৃত্তিও পেতেন। পরীক্ষায় কৃতকার্য হলে দেওয়া হত সার্টিফিকেট। সার্টিফিকেট অনুযায়ী বেতনও ঠিক করা হয়েছিল।

    প্রকল্পperiodicalDB চয়নে পুনঃপ্রকাশিত হল ‘হুগলি নর্মাল বিদ্যালয়ের নিয়মাবলী’ ও সার্টিফিকেটের খসড়া। এই নিয়মাবলিটি প্রকাশিত হয়েছিল ১৮৫৯ সালের এডুকেশন গেজেটে। ১৮৫৬ সালে ভূদেব মুখোপাধ্যায় নিয়োগ পরীক্ষায় প্রথম হয়ে হুগলি নর্মাল বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট পদে নিযুক্ত হন। এই নিয়মাবলিটি বাংলা তথা ভারতের শিক্ষার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সূত্র।


    ||হুগলি নর্মাল বিদ্যালয়ের নিয়মাবলী||

    এডুকেশন গেজেট ও সাপ্তাহিক বার্ত্তাবহ, ৩:১৩৪ (January, ১৮৫৯)

    নিশানা: শিক্ষা

    ১। নর্মাল বিদ্যালয়ে ‘বৃত্তিবিহীন ছাত্রদিগের’ এক শ্রেণী, এবং ‘নর্মালছাত্রদিগের’ তিন শ্রেণী, সর্ব্বশুদ্ধ চারি শ্রেণী থাকিবে, আর ইহার বালক বিদ্যালয়ে সর্ব্বশুদ্ধ ছয় শ্রেণী থাকিবে।

    ২। নর্মাল বিদ্যালয়ের পাঠ্য পুস্তকাদি স্থানান্তরে নিরূপিত হইয়াছে—’বালক বিদ্যালয়ে’ ‘স্কুল ইম্প্রুব্‌মেন্ট কমিটির রিপোর্টের’ পরিশিষ্টে যেরূপ লিখিত আছে, সেই রূপ গ্রন্থ সমুদায় অধীত হইবেক। পরন্তু নর্মাল বিদ্যালয়ের ‘সুপরিন্টেন্ডেন্ট’ যদি ঐ সকল পাঠ্য পুস্তকের কোন পরিবর্ত্ত করা বিধেয় জ্ঞান করেন তবে ইনস্পেক্টরের সম্মতি লইয়া পরিবর্ত্ত করিতে পারিবেন।

    ৩। বাহিরের কোন বিদ্যালয় হইতে যাঁহারা ছাত্রবৃত্তি পাইয়া নর্মাল বিদ্যালয়ে আসিবেন, তাহাদিগকে প্রথম বর্ষের শ্রেণী ব্যতিরিক্ত অন্য কোন শ্রেণীতে প্রবৃত্ত করা যাইবেক না

    ৪। নর্মাল বিদ্যালয়ে যাঁহারা বৃত্তি লইবেন তাঁহাদিগকে একটী স্বীকৃতিপত্রীতে স্বাক্ষর করিতে হইবেক। ঐ পত্রীতে এমত লিখিত থাকিবে যে, স্বাক্ষর কারিগণ বাঙ্গলার দক্ষিণ খণ্ডের ইনস্পেক্টরের অধীনে অন্যূন তিন বৎসর কাল যথা বিধানে শিক্ষকতা কার্য্য নির্ব্বাহ করিবেন; কদাচিৎ তাঁহাতে অসম্মত হএন, তবে ১৫০ টাকা দণ্ড দিবেন।

    ৫। নর্মাল বিদ্যালয়ের ছাত্রেরা প্রথম বর্ষের শ্রেণীতে তিন টাকা, দ্বিতীয় বর্ষের শ্রেণীতে চারি টাকা, এবং তৃতীয় বর্ষের শ্রেণীতে পাঁচ টাকা করিয়া মাসিক বৃত্তি পাইবেন, প্রতি বর্ষের পাঠারম্ভের পূর্ব্বে ইনস্পেক্টর ঐ রূপ বৃত্তির সংখ্যা নিরূপিত করিয়া দিবেন।

    ৬। বৃত্তিবিহীন ছাত্রদিগের শ্রেণীতে থাকিয়া কেহই বৃত্তি পাইবেন না—কিন্তু ঐ শ্রেণীর মধ্যে কেহ বৃত্তি পাইবার যোগ্য থাকিলে বাহিরের কাহাকেও না দিয়া সর্ব্বাগ্রে তাঁহাকেই বৃত্তি প্রদান করা যাইবেক।

    ৭। প্রতি বৎসর দুর্গা পূজার পূর্ব্বে পরীক্ষা গ্রহণ করিয়া বৃত্তি প্রদান করা যাইবেক।

    ৮। যদি বৎসর সমাপন না হইতে হইতেই কোন বৃত্তি শূন্য হয়, তবে সুপরিন্টেন্ডেন্ট, মাসিক পরীক্ষায় যাহাকে অসন্দিগ্ধ রূপে বিশিষ্ট যোগ্যতা-সম্পন্ন জ্ঞান করিবেন, ইনস্পেক্টরের অভিমতি লইয়া তাহাকে বৎসরের অবশিষ্ট ভাগের নিমিত্ত ঐ বৃত্তি প্রদান করিবেন কিন্তু যে শ্রেণীতে ঐ বৃত্তি শূন্য হইয়াছে সেই শ্রেণীতে কোন যোগ্য পাত্র থাকিলে তাহা অন্য শ্রেণীতে দেওয়া যাইবেক না, যদি না থাকে তবে তনিম্ন শ্রেণীর কোন সুযোগ্য ছাত্রকে দেওয়া যাইবেক, যদি তাহাও না থাকে তবে উপরিস্থ শ্রেণীর ছাত্রকেও ঐ বৃত্তি দেওয়া যাইতে পারে। বৃত্তিবিহীন শ্রেণীর অথবা অন্য কোন নিম্ন শ্রেণীর কোন ছাত্র তদূর্দ্ধ কোন শ্রেণীর বৃত্তি পাইবার যোগ্য হইলে তিনি অবশ্য সেই উর্দ্ধ শ্রেণীতে অধ্যয়নার্থ প্রবৃত্ত হইবেন।

    ৯। যদি সুপরিন্টেন্ডেন্ট কোন বৃত্তি ভোগী ছাত্রকে অমনোযোগী, অলস, অথবা মাসিক পরীক্ষা প্রদানে অশক্ত, কিম্বা অন্য কোন কারণে বৃত্তি পাইবার অযোগ্য, বোধ করিয়া ইনস্পেক্টরকে লিখেন, তবে ইনস্পেক্টর যত কালের নিমিত্ত ইচ্ছা হয়, ঐ ছাত্রের বৃত্তি রহিত করিবেন।

    ১০। প্রতি বৎসর দুর্গা পূজার পূর্ব্বে নর্মাল বিদ্যালয়ের ছাত্র সমস্তের পরীক্ষা গৃহীত হইবেক। উক্ত পরীক্ষা গ্রহণার্থ যে সভা হইবেক ইনস্পেক্টর সেই সভার অধ্যক্ষ এবং সুপরিন্টেন্ডেন্ট ও ইনস্পেক্টরের মনোনীত অপর তিন ব্যক্তি তাহার সদস্য হইবেন। ইঁহারা পরীক্ষা গ্রহণ করিয়া ডাইরেক্টরের নিকট রিপোর্ট করিবেন।

    ১১। নর্মাল ছাত্রদিগের পরীক্ষার সময়ে অন্য ব্যক্তিরা ও তাঁহাদিগের সহিত পরীক্ষা প্রদান করিতে পারিবেন কিন্তু পরীক্ষার অস্যূন চারি দিবস পূর্ব্বে তাঁহাদিগকে আপনাদিগের নাম, ধাম, অপরাপর বিবরণ এবং সার্টিফিকেট সমুদায় রীতিমত লিখিয়া পাঠাইবেন এবং এক টাকা ফিস্‌ দিবেন।

    ১২। সচরাচর কোন ছাত্র পূর্ণ এক বৎসরকাল শিক্ষা গ্রহণ না করিয়া এবং বাৎসরিক পরীক্ষায় উত্তীর্ণ না হইয়া শিক্ষকতা কাৰ্য্যে নিযুক্ত হইতে পারিবেন না। আর কোন ছাত্র কোন কারণ বশতঃ ইনস্পেক্টরের বিনানুমতিতে এই বিদ্যালয়ে তিন বৎসরের অধিক কাল থাকিতে পারিবেন না।

    ১৩। যাঁহারা প্রথম বর্ষের শ্রেণী হইতে পরীক্ষোত্তীর্ণ হইয়া যাইবেন, তাঁহাদিগকে সুপরিন্টেন্ডেন্ট এবং ইনস্পেক্টরের স্বাক্ষরিত এমত এক খানি সার্টিফিকেট দেওয়া যাইবে যে, তাঁহারা মাসিক ১২ টাকার অনধিক বেতনে কোন বাঙ্গালা বিদ্যালয়ে দ্বিতীয় বা সহকারি পণ্ডিতের অথবা তাদৃশ অন্য কোন কৰ্ম্ম নির্ব্বাহ করিবার যোগ্য হইয়াছেন।

    যাঁহারা দ্বিতীয় বর্ষের শ্রেণীতে পরীক্ষোত্তীর্ণ হইয়া যাইবেন, তাঁহাদিগকে পূর্ব্বোক্ত রূপে স্বাক্ষরিত এমত এক২ টী সার্টিফিকেট দেওয়া যাইবে যে তাঁহারা মাসিক ২৫ টাকার অনধিক বেতনে কোন বাঙ্গলা বিদ্যালয়ে প্রধান পণ্ডিতের অথবা তাদৃশ অন্য কোন কর্ম্মের যোগ্য হইয়াছেন।

    যাঁহারা তৃতীয় বর্ষের শ্রেণী হইতে পরীক্ষোত্তীর্ণ হইয়া যাইবেন তাঁহাদিগকে পূর্ব্বোক্ত রূপে স্বাক্ষরিত এমত এক২ টী সার্টিফিকেট দেওয়া যাইবে যে, তাঁহারা মাসিক ৪০ টাকার অনধিক বেতনে অঙ্গলো-বর্ণাকুলার বিদ্যালয়ে বিজ্ঞান-শাস্ত্রাধ্যাপকের অথবা তাদৃশ অন্য কান কর্ম্মের যোগ্য হইয়াছেন।

    ১৪। যদি কোন সার্টিফিকেট প্রাপ্ত শিক্ষক নর্মাল বিদ্যালয়ের ছাত্র বা অন্য কোন ব্যক্তি অবাধে দুই বৎসর শিক্ষকতা কার্য্য নির্ব্বাহ করিয়া থাকেন এবং যে ডেপুটি ইনস্পেক্টরের অধীনে তিনি কর্ম্ম করিয়াছেন তাঁহার স্বাক্ষরিত সার্টিফিকেট আনিতে পারেন, তবে এক টাকা ফিস দিলে, বিদ্যালয়ের বাৎসরিক পরীক্ষার সময়, তাঁহার পরীক্ষা গ্রহণ করিয়া যোগ্য বোধ হইলে তাঁহাকে তাঁহার অব্যবহিত উচ্চপদের সার্টিফিকেট দেওয়া যাইবে।

    ১৫। যদি সাধারণ কার্য্যের প্রয়োজন বশতঃ ত্রৈবার্ষিক পাঠ সমাপন না হইতে হইতেই কোন ছাত্রকে কোন বিদ্যালয়ের শিক্ষকতায় নিযুক্ত করা গিয়া থাকে, তবে ইনস্পেক্টর স্বেচ্ছাতঃ ঐ ছাত্রকে পুনর্ব্বার নর্মাল বিদ্যালয়ে গ্রহণ করাইতে পারিবেন।

    ১৬। নর্মাল বিদ্যালয়ের ছাত্রেরা নিম্ন লিখিত রূপ এক২ খানি সার্টিফিকেট পাইবেন যথা;

    বাঙ্গলা বিদ্যালয়ে শিক্ষকদিগের সার্টিফিকেট পত্র

    শিকক্ষকতা কার্য্যের পদ ও পদোন্নতি প্রার্থকদিগের পরীক্ষার নিমিত্ত যে সমাজ স্থাপিত হইয়াছে শ্রী_____১৮_____ খৃঃ অব্দের_____মাসের_____দিবসে_____স্থ সেই সমাজে উপস্থিত হইয়া পরীক্ষা প্রদান করাতে পরীক্ষকেরা বিবেচনা পূর্ব্বক তাঁহাকে_____শ্রেণীর এই সার্টিফিকেট পত্র প্রদান করিলেন, তিনি মাসিক_____বেতনে শিক্ষকতা কার্য্যে নিযুক্ত হইবার যোগ্য হইয়াছেন ইতি।
    ১৮}   } পরীক্ষকগণ
    ডাইরেক্টর

    এডুকেশন গেজেট ও সাপ্তাহিক বার্ত্তাবহ (রচনাসূচী)

    প্রকল্পperiodicalDB blog- চয়ন বিভাগে পুনঃপ্রকাশিত হচ্ছে বাংলা পত্রপত্রিকা থেকে সংগৃহিত কবিতা, প্রবন্ধ, উদ্ধৃতাংশ, বিজ্ঞাপন, ইত্যাদি। বিষয়/ ব্যক্তি/ ঘটনা, ইত্যাদির সূত্র ধরে রচনা চয়ন করা হচ্ছে।

    প্রকল্পperiodicalDB blog পড়তে subscription বা login করতে হয়না।

    রচনাসূচী ও রচনাসংযোগ/ তথ্য-Filter দেখতে subscription করতে পারেন। প্রকল্পperiodicalDB website-এ নিয়মিত রচনাসূচী সংযোজন করা হচ্ছে।


     

    Share
     

     

       
     

    Leave a Reply



    Privacy policy