পত্রিকা পরিচয় | খাদ্য-উৎপাদন


  • 29 Aug 2024

    পত্রিকা  প্রকল্পperiodicalDB চয়ন 

    %e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%aa
    Share
     

    প্রকল্পperiodicaldb-তে খাদ্য-উৎপাদন পত্রিকার তৃতীয় (০০০৩: ১৯৪৫) বর্ষের ০১৮ (May) সংখ্যার রচনাসূচী প্রকাশিত হয়েছে। এই সংখ্যার মূল বিষয় ছিল কৃষি ও প্রয়োজনীয় বৃক্ষ রোপণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতির মোকাবিলা করা। সময়টি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব থেকে ভয়াবহ ও শেষ পর্যায়।

    নিশানা/ Tag: উদ্ভিদ, কৃষি-জমি, খাদ্য-পানীয়

    তৃতীয় (০০০৩: ১৯৪৫) বর্ষের ০১৮ (May) সংখ্যার সংকল্প বাক্যগুলি ছিল

    • অর্থের জন্য ফল উৎপাদন করুন এবং স্বাস্থ্যের জন্য ফল আহার করুন
    • গ্রামে গ্রামে কাঠের জন্য, জ্বালানীর জন্য, তেলের জন্য নানা রকম গাছ রোপণ করুন

    খাদ্য-উৎপাদন পত্রিকার সম্পাদকের নাম রায় দেবেন্দ্র মিত্র বাহাদুর। দেবেন্দ্র মিত্র বাহাদুরের সম্বন্ধে কোন তথ্য আপাতত সংগ্রহ করা যায়নি। কিন্তু নামের সাথে রায় বাহাদুর উপাধিটি তাঁর সামজিক অবস্থানটি বুঝতে সাহায্য করে। সম্পাদককে চিঠি লেখার ঠিকানা ছিল: পল্লী উন্নয়ন বিভাগ, সার্ভে বিল্ডিং, আলিপুর, কলিকাতা। তাই ধরে নেওয়া যেতে পারে দেবেন্দ্র মিত্র পল্লী উন্নয়ন বিভাগের গুরুত্বপূর্ণ পদাধিকারী ছিলেন। সরকারি archive-এ তাঁর তথ্য পাওয়া সম্ভব। ভারতের স্বাধীনতার প্রাক্বালে প্রকাশিত খাদ্য-উৎপাদনের তৃতীয় (০০০৩: ১৯৪৫) বর্ষের ০১৮ (May) সংখ্যা পড়ে মনে হয় দেবেন্দ্র মিত্র কৃষিভিত্তিক স্বাবলম্বী বাংলা তথা ভারতের কল্পনা করছিলেন। এই সংখ্যায় আলোচনা করা হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করার নিয়মাবলী।

    তৃতীয় সংখ্যাটির প্রকাশকাল থেকে হিসেব করে বলা যেতে পারে পত্রিকাটি শুরু হয়েছিল ১৯৪৩ সালে। ১৯৪৫, এই সালটি মানব ইতিহাসে ও ভারতের ইতিহাসে একটি অস্থির ও বিষাদগ্রস্ত সাল। এই সময়ে একটি পাক্ষিক পত্রিকা চালিয়ে যাওয়া কঠিন কাজ। হতেই পারে খাদ্য-উৎপাদন পত্রিকাটির সংখ্যাগুলি ঠিক সময় প্রকাশিত হয়নি অথবা প্রকাশের শুরু থেকেই এটি পাক্ষিক পত্রিকা ছিল না। এই পত্রিকাটি গ্রাহক হিসেবে পল্লীগ্রামের মানুষদেরই কল্পনা করেছিল। তবে পল্লীগ্রামের কতজন এই পত্রিকার গ্রাহক হয়েছিলেন তা বলা কঠিন। পত্রিকাটিতে বিজ্ঞাপন নেওয়া হত এবং অন্যান্য সাহায্য পাওয়ার সম্ভাবনাও অনুমান করা যেতে পারে, তাই হয়তো পত্রিকা প্রকাশ ও পরিচালনার জন্য সম্পূর্ণরূপে গ্রাহকমূল্যের ওপর নির্ভরশীল ছিলনা খাদ্য-উৎপাদন পত্রিকা। খাদ্য-উৎপাদন পত্রিকাটিকে পরবর্তীকালের কৃষি দর্শন TV series-এর মুদ্রিত সংস্করণ বলা যেতে পারে।

    প্রকল্পperiodicaldb চয়নের এই কিস্তিতে প্রকাশ হল খাদ্য-উৎপাদন পত্রিকার পরিচয়—তৃতীয় (০০০৩: ১৯৪৫) বর্ষের ০১৮ (May) সংখ্যা থেকে প্রাপ্ত পত্রিকা সম্পর্কিত তথ্য। এই সংখ্যাটি ছিল ‘বৃক্ষ রোপণ সংখ্যা’। নিশানা/ Tag: পত্রিকা পরিচালনা-সম্পাদনা

    খাদ্য উৎপাদন

    ১। খাদ্য উৎপাদন পত্রিকা পনর দিন অন্তর প্রকাশিত হয়

    ২। ইহাতে খাদ্য উৎপাদন সম্বন্ধীয় প্রবন্ধাদি প্রধানতঃ স্থান পাইবে

    ৩। ইহার নগদ মূল্য দুই পয়সা। ডাকে লইতে হইলে আরও এক পয়সা বেশী দিতে হয়। ডাক মাশুল সমেত বার্ষিক মূল্য এক টাকা দুই আনা। ভি. পিতে কাগজ পাঠানো হয় না

    ৪। ইহাতে বিজ্ঞাপন প্রকাশ করিতে হইলে পত্ৰ লিখিয়া ঐ সম্বন্ধে যাবতীয় বিষয় জানিয়া লওয়া দরকার

    ৫। অমনোনীত প্রবন্ধ ফেরৎ পাইতে হইলে উপযুক্ত ডাকটিকিট থাকা অবশ্যক
    ৬। প্রবন্ধাদি পাঠাইবার এবং যাবতীয় পত্রালাপ করিবার ঠিকানা—
          পতিতপাবন বন্দ্যোপাধ্যায়
          কাৰ্য্যাধ্যক্ষ, খাদ্য উৎপাদন
          ৯৩-এ, ধৰ্ম্মতলা ষ্ট্ৰীট্‌, কলিকাতা
          অথবা সমরেন্দ্রনাথ মিত্র: ১৭৫/এ, রাজা দীনেন্দ্র ষ্ট্রীট্‌, শ্যামবাজার, কলিকাতা

    ৭। সম্পাদককে চিঠি লিখিবার ঠিকানা—
          পল্লী উন্নয়ন বিভাগ,
          সার্ভে বিল্ডিং, আলিপুর, কলিকাতা
          ফোন সাউথ, ২২০৮

    খাদ্য-উৎপাদন (রচনাসূচী)

    প্রকল্পperiodicalDB blog-এর চয়ন বিভাগে পুনঃপ্রকাশিত হচ্ছে বাংলা পত্রপত্রিকা থেকে সংগৃহিত কবিতা, প্রবন্ধ, উদ্ধৃতাংশ, বিজ্ঞাপন, ইত্যাদি। বিষয়/ ব্যক্তি/ ঘটনা, ইত্যাদির সূত্র ধরে রচনা চয়ন করা হচ্ছে। #digitaltextarchivebangla

    প্রকল্পperiodicalDB blog পড়তে subscription বা login করতে হয়না।

    রচনাসূচী ও রচনাসংযোগ/ তথ্য-Filter দেখতে subscription করতে পারেন। প্রকল্পperiodicalDB website-এ নিয়মিত রচনাসূচী সংযোজন করা হচ্ছে।


     

    Share
     

     

     

    Leave a Reply



    Privacy policy