গবেষণার প্রাথমিক সূত্র (Primary Source): বাংলা বিজ্ঞাপন


  • 30 May 2024

    Featured 

    %e0%a6%97%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%82%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-primary-source
    Share
     

    বাংলা পত্রপত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করার প্রচলন শুরু হয় সমাচার দর্পণের (১৮১৮) সময় থেকেই। বিজ্ঞাপন থেকে পত্রপত্রিকার প্রকাশনা ও মুদ্রণের কিছুটা খরচ উঠে আসত। পত্রিকা গ্রাহক/ অনুদান অপ্রতুল হলে বা গ্রাহকদের মূল্য প্রদানে অনীহা থাকলেও বিজ্ঞাপন থেকে প্রাতব্য মূল্য, সম্পাদকদের কিছুটা স্বস্তির পথ দেখাত।

    ভারতীর (০০৪৮:০০১) বিজ্ঞাপনের মূল্য নীচে উদ্ধৃত করা হল:

    ভারতীর নিয়মাবলী | বিজ্ঞাপনের মূল্য


    ১। ভারতীর বিজ্ঞাপনের মূল্য মাসিক এক পৃষ্ঠা ১২ টাকা, অর্দ্ধ পৃষ্ঠা সাড়ে ৬ টাকা, এবং সিকি পৃষ্ঠা সাড়ে ৩ টাকা। বিজ্ঞাপন সিকি পৃষ্ঠার কম হইলেও সাড়ে তিন টাকা মূল্য দিতে হয়। সাড়ে তিন টাকার কম মূল্যের বিজ্ঞাপন লওয়া হয় না

    ২। বিজ্ঞাপনের মূল্য অগ্রিম দেয়। যাঁহারা এক বৎসর কিংবা ছয় মাসের বিজ্ঞাপনের মূল্য এক সঙ্গে অগ্রিম দিবেন, তাঁহাদের বিজ্ঞাপন মাসিক এক পৃষ্ঠা সাড়ে ১০ টাকা, অর্দ্ধ পৃষ্ঠা সাড়ে ৫ টাকা, এবং সিকি পৃষ্ঠা ৩ টাকায় লওয়া হয়।

    বর্তমানে বিজ্ঞাপনগুলি গবেষণার প্রাথমিক সূত্র। তাই প্রকল্পperiodicalDBর একটি নিশানা হল বিজ্ঞাপন।

    প্রকল্পperiodicalDB-তে এই মুহুর্তে ১৭ টি পত্রিকার ৩১২ টি সংখ্যা আছে এবং রচনা সংখ্যা ৪৯৪২। এই ১৭ টি পত্রিকার ৪৯৪২ রচনা বিষয়ভিত্তিক ভাবে একে অপরের সাথে সংযুক্ত।

    ছবি:FID4SA Repository

    বর্ণনানুক্রমিক বিষয়ের তালিকা website-এর তথ্যবিন্দু বিভাগের নিশানা পাতায় আছে। এই বিষয়গুলিকেই প্রকল্পperiodicalDB-তে নিশানা/ tag বলা হয়েছে। প্রত্যেকটি রচনাতেই একটি বা একটির বেশি নিশানা দেওয়া আছে। এখানে নিরুপমা পুরস্কার পত্রিকা একটি বিশেষ উদাহরণ। এই পত্রিকাটির একটি সংখ্যা উদ্ধৃতাংশ সহ periodicalDB-তে সংযোজিত হয়েছে। এটি একটি বার্ষিক পত্রিকা। পত্রিকাটিতে প্রতিযোগিতামূলক ভাবে গল্প নির্বাচন করা হত এবং নির্বাচিত রচনাকারদের অর্থ পুরষ্কার দেওয়া হত। গল্প লেখার শর্ত ছিল, গল্পের যেকোন অংশে নিরুপমা সুগন্ধি তেলের উল্লেখ থাকতে হবে। এই পত্রিকার গল্পগুলিতে ২টি নিশানা দেওয়া হয়েছে: কল্পকাহিনী ও বিজ্ঞাপন। নিশানার তালিকা থেকে একটি নিশানাতে click করলে একটি কালানুক্রমিক তালিকা আসবে। 

    এখানে নিরুপমা পুরস্কার পত্রিকা একটি বিশেষ উদাহরণ। এই পত্রিকাটির একটি সংখ্যা উদ্ধৃতাংশ সহ periodicalDB-তে সংযোজিত হয়েছে। এটি একটি বার্ষিক পত্রিকা।পত্রিকাটিতে প্রতিযোগিতামূলক ভাবে গল্প নির্বাচন করা হত এবং নির্বাচিত রচনাকারদের অর্থ পুরষ্কার দেওয়া হত।

    বিজ্ঞাপন নিশানা/ tag-এ এখন ৩৭১টি entry আছে। এই ৩৭১টি entry website-এ সংযোজিত সব পত্রিকা থেকে একটি পূর্ব নির্ধারিত algorithm-এর মাধ্যমে একত্রিত করা হচ্ছে। অর্থাৎ কোন রচনা বা entry-তে ‘বিজ্ঞাপন’ নিশানা দেওয়া হলেই, সেটি ‘বিজ্ঞাপনের’ তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। ৩৭১টি entry-র বর্তমান কালানুক্রম ১৮৫৪ থেকে ১৯৪৭ এর মধ্যে। আরও পত্রিকার রচনা সূচী যখন website-এ যুক্ত হবে তখন entry সংখ্যা বাড়তে থাকবে এবং কালানুক্রমও পরিবর্তন হবে। আপনি বাংলা বিজ্ঞাপন নিয়ে আগ্রহী হলে periodicalDB subscribe করতে পারেন।

    *প্রকল্পperiodicalDB সম্বন্ধে আরো জানতে website-এর আলাপ বিভাগ দেখুন। Website-টি ব্যবহার ও subscribe করার আগে সহায়িকা বিভাগ দেখুন।


     

    Share
     

     

           
     

    Leave a Reply



    Privacy policy