দুষ্প্রাপ্য পত্রিকা | গ্রামবার্ত্তাপ্রকাশিকা
30 May 2024
প্রকল্পperiodicalDB-তে গ্রামবার্ত্তাপ্রকাশিকার বর্ষ ৩ (১৮৬৫) এর ১২টি সংখ্যার রচনাসূচী প্রকাশিত হয়েছে। কুমারখালী গ্রাম থেকে ১৮৬৩ সালের এপ্রিল মাসে হরিনাথ মজুমদার গ্রামবার্ত্তাপ্রকাশিকা শুরু করেছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল গ্রামবাংলার প্রতিকূল অবস্থার কথা ব্রিটিশ সরকারের গোচরে আনা। ব্রিটিশ ভারতে পত্রপত্রিকা প্রকাশনাকে একটি দেশীয় ব্যবসায়িক উদ্যোগ হিসেবে চিহ্নিত করা যায়। কিন্তু খুব কম পত্রিকাই মনে হয় লাভের মুখ দেখেছে। সমাজসেবার দায় নিয়ে, ঋণের বোঝা মাথায় নিয়েও সম্পাদকেরা পত্রিকা প্রকাশের সাহস দেখিয়েছেন। গ্রামবার্ত্তাপ্রকাশিকার শুরু থেকেই ছিল আর্থিক অনটন। নিজের জীবন জর্জরিত করে হরিনাথ মজুমদার ২০ বছরের বেশি সময় ধরে পত্রিকা চালিয়ে গেছেন। কথার খেলাপ করার জন্য বাদবিতণ্ডায় জড়িয়েছেন পত্রিকা গ্রহণেচ্ছুক স্বাক্ষরকারীদের সঙ্গে। পত্রিকা প্রকাশ ও সম্পাদনা যেমন সামাজিক উন্নতির সাধন বলে মনে করা হত, তেমনি পত্রিকার গ্রাহক হয়ে আর্থিক সহযোগিতা প্রদান করাকে একটি সামাজিক কর্তব্য বলে মনে করতেন হরিনাথ। কিন্তু তিনি গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সহায়তা পাননি। অনাদায়ী গ্রাহকদের প্রতারণার কথা জানাতে, হরিনাথ শুরু করেছিলেন ‘রঙ্গভূমী’ নামে একটি নিয়মিত বিভাগ।
দারিদ্র্য হরিনাথের ছেলেবেলার সঙ্গী। দারিদ্র্য থেকে তিনি নিজে বেড়োবার পথ না খুঁজে গ্রামবার্ত্তাপ্রকাশিকাকে স্বচ্ছল করতে চেয়েছিলেন। তাঁর দৃঢ়চেতা স্বভাব আর বাউল মন উদ্বুদ্ধ করেছে পরবর্ত্তী প্রজন্মকে। জলধর সেন ছিলেন কাঙাল হরিনাথের অন্যতম অনুগামী।
হরিনাথের দিনলিপি, বাউল গান ও অন্যান্য সাহিত্যকর্ম যেভাবে সংরক্ষিত হয়েছে, গ্রামবার্ত্তাপ্রকাশিকার সংখ্যাগুলি সংরক্ষিত হয়নি। সম্পাদক হরিনাথের সংগ্রামের প্রায় সবটাই সংগ্রহ করতে হয় secondary source, যেমন হরিনাথের দিনলিপি থেকে। তাই periodicalDB-র database-এ গ্রামবার্ত্তাপ্রকাশিকার আরো তথ্য সংযোজনের আশা ক্ষীণ।
Website-এর পত্রিকা বিভাগের শিরোনাম-সূচী পাতায় গিয়ে গ্রামবার্ত্তাপ্রকাশিকার ওপর click করলে, প্রকাশকাল সহ বর্ষ:সংখ্যার তালিকা আসবে। বর্ষ:সংখ্যার (০০০৩:০০১) ওপর click করলে পত্রিকা প্রকাশনা, মুদ্রণ, মূল্য সংক্রান্ত তথ্য দেখতে পাওয়া যাবে। এরপর রচনা সংখ্যাটির ওপর click করলে রচনাসূচী পাওয়া যাবে। সব রচনার শিরোনামের সাথে উদ্ধৃতাংশ দেওয়া আছে এবং রচনাগুলিকে বিষয়ভিত্তিক ভাবে চিহ্নিত করা হয়েছে। এই পর্যায়ের তথ্য সমূহ আপনার গবেষণার কাজে লাগলে প্রকল্পperiodicalDB-তে subscribe করতে পারেন।
গ্রামবার্ত্তাপ্রকাশিকার প্রায় সব রচনাই হরিনাথের লেখা। তবে কয়েকজন পত্রপ্রেরকের নাম ও স্থানের তথ্য পাওয়া গেছে।
বিষয়ভিত্তিক ভাবে গ্রামবার্ত্তাপ্রকাশিকার বর্ষ ৩এর সংখ্যাগুলিকে বিশ্লেষণ করলে বিভিন্ন বিষয় পাওয়া যাবে। যেমন শিক্ষা, বিবাহ, নারী, অপরাধ-বিবাদ-আইনকানুন, ভারতীয় রেল, ভারতীয় ডাক, কৃষি, আবহাওয়া-জলবায়ু ইত্যাদি। বিষয়ের তালিকা পাওয়া যাবে প্রকল্পperiodicalDB-র তথ্যবিন্দু বিভাগের নিশানা ও চাবিকাঠি পাতায়। সম্পাদকীয় মন্তব্য, পত্রিকা পরিচালনা ও সম্পাদনা, পত্রিকা গ্রাহক— এই বিষয়গুলিও বিশেষ গুরুত্বপূর্ণ। বাংলা পত্রপত্রিকার জীবন সংগ্রাম নিয়ে যাঁদের আগ্রহ আছে বা বাংলা পত্রিকার সম্পাদকদের নিয়ে যাঁরা কাজ করছেন তাঁদের জন্য গ্রামবার্ত্তাপ্রকাশিকার বর্ষ ৩ একটি প্রয়োজনীয় প্রাথমিক সূত্র।
*প্রকল্পperiodicalDB সম্বন্ধে আরো জানতে website-এর আলাপ বিভাগ দেখুন। Website-টি ব্যবহার ও subscribe করার আগে সহায়িকা বিভাগ দেখুন।
গ্রামবার্ত্তাপ্রকাশিকা দুষ্প্রাপ্য পত্রিকা পত্রিকা গ্রাহক পত্রিকা সম্পাদক
Privacy policy