শিরোনাম-সহায়িকা


  • শিরোনাম-সূচী

    এই বিভাগে সংযোজিত পত্রিকাগুলির বর্ণানুক্রমিক তালিকা আছে। বাংলা বর্ণমালা-সারণীর যেকোন একটি অক্ষরে click করেলেই সেই অক্ষর দিয়ে শুরু হওয়া পত্রিকার তালিকা পাওয়া যাবে। সেই তালিকা থেকে আপনি বেছে নিন আপনার প্রয়োজনীয় পত্রিকাটি।

    পত্রিকার নামের উপর click করে পত্রিকার বর্ষ:সংখ্যা সূচী পাওয়া যাবে। কোন একটি পুরনো পত্রিকার সব সংখ্যা পাওয়া, বিশেষ করে প্রথম সংখ্যা পাওয়া দুষ্কর। তাই পত্রিকার যে যে সংখ্যা পাওয়া গেছে তা সংযোজিত করা হচ্ছে।

    সহায়িকাটি বোঝার সুবিধার জন্য ধরে নেওয়া যাক আমাদের প্রয়োজনীয় পত্রিকাটি অরুণোদয়। এটি একটি পাক্ষিক পত্রিকা। প্রকল্পperiodicalDBতে আপাতত অরুণোদয় এর বর্ষ ২ ও ৩ এর মোট ২৫টি সংখ্যা সংযোজিত হয়েছে।

    পত্রিকার বর্ষ-সংখ্যা সূচীতে ৩ টি বিভাগ আছে: সংখ্যা, রচনাকার,পত্রিকা-সংযোগ

    পত্রিকা > শিরোনাম-সূচী > সংখ্যা

    এই বিভাগে আছে অরুণোদয় এর বর্ষ:সংখ্যা, প্রকাশকাল ও রচনার তালিকা। আপনার screen-এর মাপ অনুযায়ী সারণীতে কতগুলো entry দেখতে চান ঠিক করে নিন। সারণির নীচে all volumes থেকে প্রয়োজনীয় পত্রিকার বর্ষ (volume) বেছে নিতে পারেন।

    বর্ষ:সংখ্যার পাশে ℹ️ Icon এর উপর click করলে screen-এর ডান দিক থেকে একটি জানালা খুলবে। সেখানে নিম্নলিখিত তথ্য পাওয়া যাবে: (এই পর্যায়ক্রমটি subscription wall-এর পিছনে রাখা আছে)

    • পত্রিকার সংকল্প বাক্য
    • প্রকাশনা কালচক্র
    • সম্পাদকের নাম
    • কার্যালয়/ প্রকাশনা
    • মুদ্রণ

    সব পত্রিকার ক্ষেত্রে সব তথ্য পাওয়া সম্ভব হয়নি। তথ্য দেখা হয়ে গেলে জানালাটি বন্ধ করে দিন।

    এরপর একটি সংখ্যাতে যতগুলি রচনা আছে, সেই সংখ্যাটিতে click করে রচনা তালিকাতে আসুন। (এই পর্যায়ক্রমটি subscription wall-এর পিছনে রাখা আছে)। যেমন অরুণোদয় বর্ষ ০০০২: সংখ্যা ০০৯-এ ৩২টি রচনা আছে। ৩২-এ click করলে আসবে সংখ্যা ০০৯-এর রচনা তালিকা। এখানে রচনার পাশে রচনাকারের নামও পাওয়া যাবে, যদি তা উল্লিখিত থাকে। রচনাকারের সম্পূর্ণ রচনা সূচী তথ্যবিন্দুতে দেখুন।

    Browser-এর ‘Go Back’ arrow-র সাহায্যে আবার আগের পাতাগুলিতে ফিরে যাওয়া যাবে।

    রচনার নামে click করলে screen-এর ডান দিক থেকে একটি জানালা খুলবে। এখানে আছে

    • পত্রিকা-সংযোগ
    • পৃষ্ঠাঙ্ক
    • আনুষাঙ্গিক তথ্য
    • উদ্ধৃতাংশ
    • চাবিকাঠি (তথ্যবিন্দুর সহায়িকা দেখুন)
    • নিশানা (তথ্যবিন্দুর সহায়িকা দেখুন)

    সব পত্রিকার ক্ষেত্রে সব তথ্য নেই। তথ্য দেখা হয়ে গেলে জানালাটি বন্ধ করে দিন।

    পত্রিকা > শিরোনাম-সূচী > রচনাকার

    এই বিভাগে অরুণোদয়-এর লেখক-লেখিকার তালিকা আছে। রচনাকারের সম্পূর্ণ রচনা সূচী তথ্যবিন্দুতে দেখুন। রচনাকার বিভাগ নিয়ে আরো জানা যাবে তথ্যবিন্দুর সহায়িকা অংশে।

    পত্রিকা > শিরোনাম-সূচী > পত্রিকা-সংযোগ

    এই বিভাগে অরুণোদয়ের ধারাবাহিক বিভাগ/ রচনার তালিকা আছে। যেমন অরুণোদয়ের একটি ধারাবাহিক বিভাগ হল পাক্ষিক সংবাদপাক্ষিক সংবাদ থেকে সরাসরি চলে যাওয়া যাবে এই ধারাবাহিক বিভাগের কালনুক্রমিক সূচীতে।

    প্রকল্পperiodicalDB সম্পাদনা-নীতি

    রচনার নাম যদি (প্রথম বন্ধনী)-র মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে পত্রিকায় প্রকাশকালে সেই রচনার কোন নাম ছিল না।

    অনেক ক্ষেত্রে আনুষাঙ্গিক তথ্য (প্রথম বন্ধনী)-র মধ্যে দেওয়া আছে। গবেষণার সুবিধার জন্য (প্রথম বন্ধনী)-র মধ্যে অতিরিক্ত তথ্য দেওয়া আছে যা আসল পাঠে নেই।

    কোন শব্দ বোঝা না গেলে, উদ্ধৃতাংশে অনেক ক্ষেত্রে ? চিহ্ন ব্যবহৃত হয়েছে।