বর্ষ:সংখ্যা-সহায়িকা


  • বর্ষ:সংখ্যা-সূচী

    পত্রিকা>বর্ষ:সংখ্যা-সূচী

    এই বিভাগে আছে সব পত্রিকার বর্ষ:সংখ্যার ঢালাও তালিকা। এই তালিকা ক্রমশ দীর্ঘ হতে থাকবে। বর্ষ:সংখ্যা-সূচী থেকে কোন একটি পত্রিকার যেকোন বর্ষ খুঁজে নিতে পারেন। এই তালিকা বর্ষ:সংখ্যার প্রকাশকাল ধরে sort করা যাবে। 

    আপনার screen-এর মাপ অনুযায়ী সূচীতে কতগুলো entry দেখতে চান ঠিক করে নিন।

    সূচীর নীচে Periodical box-এ পত্রিকার নাম (দৃষ্টান্তস্বরূপ অরুণোদয়) type করে নিতে পারেন। আপনার computer-এ বাংলা keyboard না থাকলে, phonetically ইংরিজি হরফেই লিখে space বা enter দিলে বাংলা শব্দটি চলে আসবে। অথবা View all-এ click করে প্রাপ্তব্য পত্রিকার তালিকা থেকে প্রয়োজনীয় পত্রিকাটি বেছে নিন। এরপর Volume box থেকে বর্ষ বেছে নিন।

    সাল type করলেও প্রাপ্তব্য পত্রিকার তালিকা পাওয়া যাবে।

    আপাতত প্রকল্পperiodicalDB-তে -টি calendar আছে:

    বঙ্গাব্দ | Common Era (CE) | শকাব্দ | সংবৎ

    Calendar নির্বাচন করে সাল type করে মাস নির্বাচন করুন।