রচনা-সংযোগ-সহায়িকা


  • রচনা-সংযোগ

    পত্রিকা >রচনা সংযোগ>তথ্য-Filter

    তথ্য-Filter-এ ৮টি তথ্য আহরণের উপায় আছে। আপনার গবেষণার প্রয়োজন অনুযায়ী, এই Filter-গুলি আলাদা আলাদা ভাবে বা একসাথে ব্যবহার করে অন্বেষণের পরিধি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন।

    আবার নতুন অন্বেষণের জন্য CLEAR ALL FILTERS-এ click করে আগের Filter-গুলি কে সরিয়ে নিতে হবে

    Filter-গুলি হল:

    পত্রিকা | পত্রিকা সংযোগ | প্রকাশকাল | রচনাকার | চাবিকাঠি | নিশানা | কালানুক্রম | অন্বেষণ

    এরমধ্যে পত্রিকা, পত্রিকা সংযোগ, রচনাকার, চাবিকাঠি ও নিশানা Filter-গুলির মধ্যে ‘View all’-এ click করলে একটি তালিকা পাওয়া যাবে। অথবা type করে নেওয়াও যেতে পারে।

    এই Filter-গুলি ব্যবহার করে ধরনের অন্বেষণ করা যেতে পারে:

    পত্রিকাভিত্তিক অন্বেষণ | সময়ভিত্তিক অন্বেষণ | বিষয়ভিত্তিক অন্বেষণ | পাঠভিত্তিক অন্বেষণ

    পত্রিকাভিত্তিক অন্বেষণ

    একটি পত্রিকার নাম add করে Filter করলে নীচের পত্রিকা সংযোগ ও রচনাকার box-এ শুধুমাত্র সেই পত্রিকার তথ্য চলে আসবে।

    একটি পত্রিকার নাম add করে নির্দিষ্ট বর্ষ:সংখ্যা Filter করতে হলে Volume box-এ ০০০১ অথবা ০০১০ —এইভাবে বর্ষ লিখতে হবে এবং Issue box-এ ০০১ অথবা ০১০—এইভাবে সংখ্যা লিখতে হবে। এই পদ্ধতি অনুসরণ করে, শূন্যের সংখ্যা ঠিক রাখতে হবে। শুধু Volume দিয়ে Filter করা যাবে কিন্তু শুধু Issue দিয়ে Filter করা যাবে না।

    আপনি একটির বেশি পত্রিকা add করতে পারেন। সেই ক্ষেত্রে নির্দিষ্ট Volume ও Issue box-এ বর্ষ:সংখ্যা দেওয়া যাবেনা।

    পত্রিকার সাথে আরো কয়েকটি Filter add করে নিতে পারেন। আপনার দেওয়া Filter অনুযায়ী তথ্য পাওয়া গেলে আপনার নিজের বানানো রচনা-সূচী তৈরি হয়ে যাবে।

    সময়ভিত্তিক অন্বেষণ

    প্রকাশকাল ও কালানুক্রম Filter ব্যবহার করে সময়ভিত্তিক অন্বেষণ করা যাবে। যে পত্রিকা যে calendar অনুসরণ করেছে সেই পত্রিকা সেই calendar মেনেই সূচীভুক্ত হয়েছে। 

    আপাতত প্রকল্পperiodicalDB-তে ৪-টি calendar আছে:

    বঙ্গাব্দ | Common Era (CE) | শকাব্দ | সংবৎ

    প্রকাশকাল Filter-এ এই calendar-গুলি পাওয়া যাবে। যেকোন একটি calendar নির্বাচন করুন। বছর লিখে drop-down menu থেকে মাস বেছে নিন। শুধু বছর দিয়েও অন্বেষণ করতে পারেন। প্রকাশকাল Filter-এর সাথে আপনি অন্যান্য Filter, যেমন পত্রিকার নাম, নিশানা, চাবিকাঠির তালিকা থেকেও প্রয়োজনীয় Filter add করে নিতে পারেন। আপনার দেওয়া Filter অনুযায়ী তথ্য পাওয়া গেলে আপনার নিজের বানানো রচনা-সূচী তৈরি হয়ে যাবে।

    কালানুক্রম Filter-টি শুধুমাত্র Common Era (CE) অনুসরণ করে কাজ করে। সন্নিবিষ্ট calendar-এর সাহায্যে সময়সীমা নির্ধারন করে পত্রিকা নির্বিশেষে কোন একটি বিষয়ের (নিশানা, চাবিকাঠি) কালানুক্রমিক ধারাপথের একটি ফলাফল পাওয়া যাবে। যেমন এই পদ্ধতিতে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, ১৮৫৭ এর গতিধারার একটি রচনা-সূচী পাওয়া যেতে পারে।

    বিষয়ভিত্তিক অন্বেষণ

    বিষয়ভিত্তিক অন্বেষণের জন্য নিশানা ও চাবিকাঠি, এই দুটি Filter সাহায্য করবে।

    নিশানা রচনার সাধারণ বিষয়বস্তুকে চিহ্নিত করছে। বেশির ভাগ রচনাতেই একটির বেশি নিশানা দেওয়া আছে (তথ্যবিন্দুর সহায়িকা দেখুন)।

    চাবিকাঠি কোন একটি নির্দিষ্ট ঘটনা বা ব্যক্তি বিশেষের তথ্য Filter করে দেবে। যেমন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, ১৮৫৭ হল একটি নির্দিষ্ট ঘটনা। চাবিকাঠিতে প্রথমে বিষয়শ্রেণী (‘keyword types’) বেছে নিলে (‘View all’ list থেকে) নির্দিষ্ট বিষয়টি বেছে নিতে সুবিধা হবে। এই প্রক্রিয়াতে বিষয়শ্রেণী অনুযায়ী Bengali/ English ‘keywords’ list আগে থেকেই Filter হয়ে যাবে। যেমন ‘Bengali keyword’ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, ১৮৫৭-এর বিষয়শ্রেণী হল ‘ঐতিহাসিক ঘটনাবলী’ (তথ্যবিন্দুর সহায়িকা দেখুন)।

    আপনি যদি চান, সরাসরি Bengali/ English ‘keywords’ list থেকে বিষয় নির্বাচন করে নিতে পারেন।

    আবার, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, ১৮৫৭ চাবিকাঠি থেকে add করে নিশানা থেকে নারী add করে রচনাসূচী তৈরি করা যেতে পারে।

    চাবিকাঠি ও নিশানার সাথে অন্যান্য Filter add করে নেওয়া যেতে পারে। একটির বেশি নিশানা add করা যেতে পারে। আপনার দেওয়া Filter অনুযায়ী তথ্য পাওয়া গেলে আপনার নিজের বানানো রচনা-সূচী তৈরি হয়ে যাবে।

    আবার নতুন অন্বেষণের জন্য CLEAR ALL FILTERS-এ click করে আগের Filter-গুলি সরিয়ে নিতে হবে

    পাঠভিত্তিক অন্বেষণ

    রচনার নাম, আনুষাঙ্গিক তথ্যউদ্ধৃতাংশগুলি অন্বেষণ box-এর মাধ্যমে Filter করা যাবে। এখানে আপনাকে নিজেকে একটি শব্দ type করতে হবে। মনে করুন আপনি নীল চাষ সম্পর্কিত রচনা খুঁজতে চান। অন্বেষণ box-এ লিখুন ‘নীল’। আপনার computer-এ বাংলা keyboard না থাকলে, phonetically ইংরিজি হরফেই লিখে space বা enter দিলে বাংলা শব্দটি চলে আসবে।

    শব্দটি লেখার পর আরো কয়েকটি Filter add করে নিতে পারেন। আপনার দেওয়া Filter অনুযায়ী তথ্য পাওয়া গেলে আপনার নিজের বানানো রচনা-সূচী তৈরি হয়ে যাবে।

    এখানে বলে রাখা ভালো কিছু অপ্রাসঙ্গিক রচনা Filter হয়ে রচনা-সূচীতে প্রবেশ করবে। Type করা নীল শব্দটি এমন কোন রচনা খুঁজে বার করে আনতে পারে যেখানে নীল (Neil) নামের কোন সাহেবের কথা বলা হয়েছে/ নীলনদের (Nile) কথা বলা হয়েছে/ কবিতায় আকাশের নীল রঙের কথা বলা হয়েছে।

    অন্যদিকে আরো খেয়াল রাখতে হবে,পত্রিকাগুলিতে সময়ে সময়ে বানানের পরিবর্তন হয়েছে। একটি সোজা উদাহরণ হল কলকাতা/ ক্যালকাটা।

    বাংলা typing-এর ক্ষেত্রে একটি বিশেষ প্রযুক্তিগত খামতি আছে। Browser ভেদে/ OCR করার সময়/ এক জায়গা থেকে অন্য জায়গাতে copy-paste করার সময় ‘য়’, ‘ঢ়’, ‘ড়’, অক্ষরগুলির encoding পরিবর্তন হয়ে যেতে পারে। তাই এই অক্ষর সম্বলিত শব্দগুলি অনেক সময় খুঁজে পাওয়া যায় না।


    আপনাদের কাছে, আপনাদের সময়মত অন্বেষণ box-এ বিভিন্ন শব্দ type করে পরীক্ষা নিরীক্ষা করার অনুরোধ রইল।