নিশানা ও চাবিকাঠি-সহায়িকা
তথ্যবিন্দু>নিশানা | তথ্যবিন্দু> চাবিকাঠি
চাবিকাঠি ও নিশানা, এই দুটির মধ্যেই বাংলা ও ইংরিজি শব্দ আছে। প্রয়োজনমতো ভাষার বিভাগগুলি বেছে নিন।
এমন নয় যে, ইংরিজি তালিকাটি বাংলা তালিকাটির অনুবাদ। কিছু শব্দ বা নাম বাংলায় phonetically লিখলে সহজবোধ্য নাও হতে পারে, তাই সে ক্ষেত্রে ইংরিজি ভাষা ব্যবহার করা হয়েছে। যেমন, বাংলা চাবিকাঠি থেকে পত্রপত্রিকা বিষয়শ্রেণীতে গেলে বাংলা পত্রপত্রিকার নাম পাওয়া যাবে। ইংরিজি চাবিকাঠি থেকে Periodicals-এ গেলে ইংরিজি ও অন্যান্য ভাষার পত্রপত্রিকার নাম পাওয়া যাবে।
চাবিকাঠি কোন একটি নির্দিষ্ট ঘটনা/ ব্যক্তি/ বস্তুর বিষয়ে তথ্য আহরণ করবে। ব্যক্তি বিষয়শ্রেণীর মধ্যে রচনা থেকে প্রাপ্ত ব্যক্তিদের তলিকা করা আছে, যেমন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইত্যাদি। নামের পাশে কতগুলি রচনায় বিদ্যাসাগরের উল্লেখ পাওয়া গেছে সেই সংখ্যাটিও দেওয়া আছে। অন্যদিকে নিশানা হল সাধারণ বিষয় ভিত্তিক তথ্যবিন্দু।
সব রচনাতে চাবিকাঠি দেওয়া নেই কিন্তু সব রচনাতে সাধারণ বিষয় অর্থাৎ নিশানা দেওয়া আছে এবং প্রত্যেকটি বিষয়ের পাশে রচনা সংখ্যা উল্লেখ করা আছে।
চাবিকাঠি ও নিশানা রচনা-সংযোগ পাতার তথ্য-Filter থেকেও ব্যবহার করা যাবে।