সহায়িকা / Guide
Website সহায়িকা আপনাকে প্রকল্পperiodicalDB ব্যবহার করতে সাহায্য করবে। এখানে website-এর প্রত্যেকটি বিভাগের পরিচয় দেওয়া রইল। ব্যবহারকারী বন্ধুদের অনুরোধ করব সহায়িকাটি একবার পড়ে নিতে। এছাড়া সমাজমাধ্যমের সহায়তায় আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব।
প্রথম পাতা বা Home page এ আছে বর্তমান তথ্য পরিসংখ্যান, যা একনজরে বলে দেবে ওয়েবসাইটে সংযোজিত তথ্যের পরিমাণ। পত্রিকা, সংখ্যা, রচনা (পত্রিকার সহায়িকা দেখুন), রচনাকার (লেখক, লেখিকা) ও বিষয়: নিশানা ও চাবিকাঠি (তথ্যবিন্দুর সহায়িকা দেখুন), এই ৬টি বিভাগের সংখ্যাভিত্তিক হিসাব এখান থেকে পাওয়া যাবে।
জন ক্লার্ক মার্শম্যান প্রথম বাংলা পত্রিকা দিগ্দর্শন/ Dig-Durshun প্রকাশ করেন ১৮১৮ সালের মে মাসে। এই পত্রিকাটির রচনা-সূচী website-এর প্রথম পাতা থেকে দেখা যাবে। প্রকল্পperiodicalDB-তে subscribe না করলেও website-এর প্রথম পাতা থেকে দিগ্দর্শনের সম্পূর্ণ রচনা-সূচী দেখা যাবে।
হালনাগাদ box-এ নিয়মিত চোখ রাখলে জানতে পারবেন website-এর নিয়মিত কাজকর্ম, যেমন নতুন পত্রিকা সংযোজন বা কোন পত্রিকার নতুন সংখ্যা সংযোজনের খবর।